খাদ্যে বিষক্রিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গতকাল রোববার সকালে একই পরিবারের ১৫ জন খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মৃত আমির হোছাইনের পরিবারের সদস্যরা মধুভাত খান। ১০ মিনিট পরই শুরু হয় বমি। পরে পরিবারের ১৫ সদস্য হাসপাতালে ভর্তি হন। তবে সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি। সূত্র - প্রথম আলো
Posted Under : Health News
Viewed#: 26
See details.

